দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দাবা কক্ষে শেখ রাসেল আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

প্রতিযোগিতায় একজন গ্র্যান্ড মাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩৪ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে একজন মার্কিন রেটিংপ্রাপ্ত দাবাড়ু রয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)