দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা এবং উত্তর-পূর্ব জেলা সিলেটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সুত্র মতে, বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায় এসব এলাকায় ভূ-কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূ-কম্পনটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে, আসামের বড়পাথর এলাকা ভূমিকম্পটির উৎপত্তিস্থান বলে জানিয়েছে সংস্থাটি।

এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

(দিরিপোর্ট২৪/এপি/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)