চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডলি খাতুন(৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ডলি খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোক্তার আলীর স্ত্রী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান- ‘রাস্তা পারাপারের সময় রানিহাটি বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডলি খাতুনের মৃত্যু হয়। খবর পেয়ে এসআই মোহাম্মদ আলী ঘটনাস্থলে যান।’

(দ্য রিপোর্ট/এআরএন/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)