চট্টগ্রামে ২২ হাজার ইয়াবাসহ পাঁচজন আটক
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন খবরের ভিত্তিতে রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রাইভেটকারসহ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারের ৫ আরোহীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/এইচ/এস/জানুয়ারি ০৮, ২০১৭)