দ্য রিপোর্ট প্রতিবেদক : কমেডি রিয়েলিটি প্রতিযোগিতা ‘হা-শো’র চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হলেন বরিশালের ছেলে মহারাজ ইমন। তিনি ঢাকায় থাকলেও বরিশালের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে এনটিভিতে প্রচারিত হয় গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইমন পেয়েছেন ১ লাখ টাকা ও একটি ৫৫ ইঞ্চি এলইডি টিভি।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন নারায়ণগঞ্জের ছেলে নজরুল ইসলাম শামীম। তিনি পেয়েছেন ৫০ হাজার টাকা ও একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি। দ্বিতীয় রানারআপ চট্টগ্রামের তরুণী মিলানোভা পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার টাকা ও একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।

চূড়ান্ত পর্বে আরও অংশ নিয়েছেন লাকী বিনতে রেজা, রিফাত-জহির ও সৌরভ সরকার। প্রথম তিনজন ছাড়া শীর্ষ দশের বাকি সাতজন পেয়েছেন একটি করে রেফ্রিজারেটর।

অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় এই অনুষ্ঠানে বিচারক হিসেবে আছেন জুয়েল আইচ, মাজহারুল ইসলাম ও চিত্রনায়িকা নিপুণ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।

এ অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে মোট ৩২ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এর মধ্য থেকে বিভিন্ন ধাপে মোট ৬ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এরা হলেন নজরুল ইসলাম শামীম, মহারাজ ইমন, মিলানোভা, লাকী বিনতে রেজা, রিফাত-জহির এবং সৌরভ সরকার।

(দ্য রিপোর্ট/পিএস/এম/জানুয়ারি ৯, ২০১৭)