দ্য রিপোর্ট ডেস্ক : সুইডেনের রানি সিলভিয়া বলেছেন, রাজকীয় যে প্রাসাদে তিনি বাস করেন তাতে ভূত আছে। খবর বিবিসির।

তিনি বলেন, এই প্রাসাদের ‘ক্ষুদে বন্ধু’ অর্থাৎ ভূতদের সঙ্গেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই।’

সুইডেনের রাজপরিবার বাস করে রাজধানী স্টকহোমের কাছে ১৭শ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে।

এটিকে নিয়ে নতুন তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারেই রানি প্রাসাদে ভূতের বসবাসের কথা বলেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে বৃহস্পতিবার দেখানো হবে।

৭৩ বছর বয়স্ক রানি বলেন, আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। ‘তবে এই ভূতেরা খুবই বন্ধুসুলভ।’

তিনি বলেন, প্রাসাদটির ভেতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায়।

প্রাসাদটি সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন সেখানে দর্শকরা যেতে পারেন না।

‘রাজা-রানির বন্ধু ভূতেরা সম্ভবত ওখানেই বাস করে। জায়গাটা শৌখিন ভূত শিকারিদের ঘুরে দেখা উচিত’- দি লোকাল নামে একটি ওয়েবসাইট এমনই মন্তব্য করেছে এ খবরের পর।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/জানুয়ারি ৯, ২০১৭)