যশোর অফিস : যশোরের তিন উপজেলায় আওয়ামী লীগের তিন ‘বিদ্রোহী’ প্রার্থী, এক মেয়রসহ ১০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জেলা সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে বুধবার বিকেলে জেলা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু ১০ নেতাকে বহিষ্কারের বিষয়টি স্বীকার করে দফতর সম্পাদক জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

জহুরুল ইসলাম জানান, বহিষ্কৃত নেতারা হলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, সাধারণ সম্পাদক নূরুজ্জামান, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মো. ইব্রাহিম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মুসা মাহমুদ, ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাংগঠনিক সম্পাদক রমজান শরিফ বাদশা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিফার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবুল কাশেম বিশ্বাস এবং বাঘারপাড়া উপজেলার বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর রশিদ স্বপন।

তিনি আরও জানান, চলতি উপজেলা নির্বাচনে দল সমর্থিত একক প্রার্থী মনোনয়ন দেওয়ার পর বহিষ্কৃতদের কয়েকজন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অন্যরাও দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহীদের সঙ্গে কাজ করছেন। এ বিষয়ে আগেই সবাইকে সতর্ক করা হলেও তারা কথা শোনেননি। সে কারণে বুধবার বিকেলে দলের জেলা কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের নেতারা দাবি করেন।

(দ্য রিপোর্ট/একে/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)