আন্নার ডাকে সাড়া দেননি কেজরিওয়াল
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের গান্ধীবাদী একটিভিস্ট আন্না হাজারে বলেছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি যে ১৭ দফা পেশ করেছিলেন সে ব্যাপারে অরবিন্দ কেজরিওয়াল কোন সাড়া দেননি। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই তার আহ্বানে সাড়া দিয়েছিলেন।’ খবর এনডিটিভির।
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জির পাশাপাশি বসে এ কথা বলেন আন্না হাজারে। এ সময় তিনি মমতার মতোই শ্বেতশুভ্র পোশাক পরিহিত ছিলেন।
তৃণমুল কংগ্রেস বুধবারের সংবাদ সম্মেলনেরও আয়োজন করে লোকসভার নির্বাচনী প্রচারণায় আন্না হাজারের ভূমিকা কী হবে তা নির্ধারণ করার জন্য।
মমতা ব্যানার্জিও তার মতো করেই ভাবেন উল্লেখ করে আন্না হাজারে বলেন, ‘তার রাজনৈতিক দলের জন্য আমি দিদিকে সমর্থন করছি না। বরং জাতির জন্য তার যে দরদ সেজন্যই আমি তাকে সমর্থন করছি। এই প্রথম আমি এমন একজন রাজনীতিবিদ খুঁজে পেলাম।’
আন্না আরও বলেন, ‘আমি মমতার আদর্শ সমর্থন করি। তার মধ্যে আত্মত্যাগ করার মতো সামর্থ্য রয়েছে। আর এ ব্যাপারে আমাদের দুজনের মধ্যে অনেক মিল রয়েছে।’
এর এক সপ্তাহ আগে আন্না হাজারে ঘোষণা দিয়েছিলেন তিনি মমতার পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন।
প্রসঙ্গত, ২০১১ সালে দিল্লিতে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনে অরবিন্দ কেজরিওয়ালও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার জন্যই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)