উত্তর কোরিয়াকে বিচারের মুখোমুখি করার আহ্বান জাতিসংঘের
দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই মঙ্গলবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতৃবৃন্দকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভির।
সম্প্রতি উত্তর কোরিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে মর্মে জাতিসংঘ প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আহ্বান জানালেন নাভি পিল্লাই।
সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জন উনসহ দেশটির নিরাপত্তা প্রধানদের হত্যা, নির্যাতন ও না খাইয়ে রাখার মতো অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত।
উত্তর কোরিয়ায় মানবতাবিরোধী অপরাধের বিষয়টি তদন্তে নিযুক্ত ইউএন কমিশন অব ইনকোয়ারি অন হিউম্যান রাইটস ইন নর্থ কোরিয়ার প্রধান মাইকেল কার্বিও বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উপস্থাপন বা বিশেষ আদালত গঠন করে এর বিচার করার পরামর্শ দেন।
এদিকে মঙ্গলবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। চীন জাতিসংঘের এই অভিযোগকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের ঘোষণা দেয়।
বিষয়টি ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিতর্কের জন্য উত্থাপন করা হবে আগামী ১৭ মার্চ। আর এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করতে ২৮ মার্চের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র দফতর সোমবার এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখছে। বিশ্বের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে আলোচনা করছে বলেও জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।
প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উত্তর কোরিয়া বিষয়ে আলোচনার জন্য চীন সফরে এসেছিলেন। গত শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারে বাধ্য করার জন্য সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করছে।’
(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)