দ্য রিপোর্ট ডেস্ক : ফুটবল বিশ্বকাপে এবার থেকে অংশ নেবে ৪৮ টি দল। যা কার্যকর হবে ২০২৬ সালের বিশ্বকাপ থেকে। মঙ্গলবার (১০ জানুয়ারি) এমনই এক সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাস হয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার সভায়।

প্রসঙ্গত, এ পর্যন্ত আসরটিতে অংশ নিয়ে আসছে বিশ্বের মোট ৩২ দল। যা চলে আসছে ১৯৯৮ সাল থেকে। আগামী দুটি আসরও অনুষ্ঠিত হবে এই ৩২ দলের অংশগ্রহণে। তবে, ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ টি দল।

বর্তমান ফরম্যাটে আটটি গ্রুপে চার দলকে নিয়ে একটি করে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয় ফুটবলের এ বিশ্ব আসরে। তবে নতুন এ করে ৪৮ টি দল অংশ নিলে গ্রুপে দলগুলোর সংখ্যা দাঁড়াবে তিনটি করে। আর গ্রুপের সংখ্যা হবে ১৬টি। গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল। গ্রুপ সেরা দুটি দল উঠবে নকআউট পর্বে। বর্তমানে ১৬ দলের জায়গায় তখন প্রথম নকআউট পর্ব খেলবে ৩২টি দল।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১০, ২০১৭)