ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলা নির্বাচনের কেন্দ্রে ভোটারদের মারধর, এজেন্টকে বের করে দেওয়া, প্রশাসনের কাছে অভিযোগ করে কোনো প্রতিকার না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে বিএনপির প্রার্থীরা নির্বাচন বয়কট করে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

এ ঘটনার প্রতিবাদে লালমোহনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দফায় দফায় কয়েকটি মিছিল বের করে বিএনপির সমর্থকরা।

সূত্র জানায়, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দিয়ে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এ ছাড়া এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট প্রদান করাসহ বিভিন্ন অভিযোগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকতরুজ্জামান টিটোও একই অভিযোগে বিএনপির আরেক প্রার্থী শফিকুল ইসলাম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভিন আক্তার দুলালী দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কট করেন। একই সঙ্গে তারা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

বিএনপির প্রার্থী টিটো, শফিকুল, পারভিন জানান, এটা একটি পাতানো নির্বাচন। তাই আমরা নির্বাচন বয়কট করেছি।’

এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির প্রার্থীরা পরাজয়ের ভয়ে নির্বাচন থেকে সড়ে গেছে। কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পেরে এ অভিযোগ তুলেছে তারা। ওরা বুঝতে পেরেছে জনগণ ওদের চায় না।’

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এমসি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)