দ্য রিপোর্ট প্রতিবেদক : বছরের শুরুতেই নতুন নাটক মঞ্চে নিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ‘নূরলদীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, নিষিদ্ধ লোবান’ অবলম্বনে ‘বহ্নি বিসর্জন বদ্বীপ' মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্যকলার শিক্ষার্থীরা।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন বিভাগের শিক্ষক আহমেদুল কবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আগামী ১৮, ১৯ এবং ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। এতে অভিনয় করবেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ, ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/পিএস/এম/জানুয়ারি ১১, ২০১৭)