সিলেট অফিস : সিলেটের দক্ষিণ সুরমায় জমি দখল নিয়ে বুধবার বিকেল সাড়ে ৩টায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৮ রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টায় প্রায় পাঁচ কোটি টাকার জমি দখল নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আশিক আহমদের লোকজনের সঙ্গে বারখলা গ্রামবাসীর ঘণ্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ারশেল ও গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দক্ষিণ সুরমার থানার এসআই বিশ্বজিৎ ও কনস্টেবল শিপন আহত হন।

ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)