শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলার ৩৯টির মধ্যে ৩৩টি কেন্দ্রে সৈয়দ নাসির উদ্দিন (আওয়ামী লীগ সমর্থিত) ৩৮৩৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সাহেদ পারভেজ আব্বাছ মোল্যা (মোটরসাইকেল) পেয়েছেন ৯৩৪৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম।

জাজিরায় ৫৪টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোবারক আলী সিকদার (মোটরসাইকেল) ৪২৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ১২৩৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

অন্যদিকে, ভেদরগঞ্জ উপজেলায় ৬৯টি কেন্দ্রের মধ্যে বিএনপি সমর্থিত আনোয়ার হোসেন মাঝি (দোয়াত-কলম) ৪২৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন ছৈয়াল ৩৫৩৩৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ মাসুম বালা, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আকতার লিপি নির্বাচিত হয়েছেন।

ডামুড্যায় মোট ৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন মাঝি (আনারস) ২১১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুল করীম বেপারী (ঘোড়া) ১৩০৬৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান উজ্জল সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আকতার বিজয়ী হয়েছেন।

(দ্য রিপোর্ট/এএইচএস/এমএইচও/জেএম/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)