মেহেরপুর সদরে বিএনপি সমর্থিত ৩ প্রার্থী জয়ী
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/19/mear.jpg)
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মারুফ আহম্মেদ বিজন (কাপ-পিরিচ) মার্কা নিয়ে ৬৭ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ গোলাম রসুল (আনারস) পেয়েছেন ৬৫ হাজার ২৮৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মাহাবুব হোসেন (চশমা) বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৫ হাজার ১১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রব বিশ্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রুমানা আহম্মেদ (কলস) ৬৬ হাজার ৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউন বশিরা পলি (হাঁস) পেয়েছেন ৫৯ হাজার ৫৬৬ ভোট।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এএকে/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)