চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পৃথক দুটি ঘটনায় ২ জন নিহত হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাহেবপুর গ্রামের বিলে জমির আইল কাটা নিয়ে ওই গ্রামের আজমতের ছোট ছেলে লালনের সঙ্গে (২৫) ও তার বড় ছেলে কলমের (৩৮) সংঘর্ষ হয়। এ সময় ছোট ভাই লালন তার বড় ভাই কলমকে কোদাল দিয়ে কুঁপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই কলম মারা যায়।

এদিকে, একইদিন বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার হাটবোয়ালিয়া গ্রামে বাড়ীর রাস্তা নিয়ে সংঘর্ষে ফড়িঙ মন্ডলের ছেলে প্রতিবেশী শরিফের (৩৫) হাতে একই গ্রামের মরহুম কিতাব আলীর ছেলে নজরুল (৫৫) মারাত্বকভাবে আহত হয়। আহত নজরুলকে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পৃথক দুটি স্থান থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জানুয়ারি ১১, ২০১৭)