অভয়নগরে বিএনপির নূরুল হক জয়ী
যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নূরুল হক মোল্যা বাঘা ২৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
তবে নির্বাচনী ফলাফল প্রকাশের জন্য স্থাপিত কন্ট্রোল রুমে রাত ১০টা পর্যন্ত ৪১টি কেন্দ্রের ফলাফল প্রদর্শিত হচ্ছিল। ওই ফলাফলেও নূরুল হক বিস্তর ব্যবধানে এগিয়ে আছেন।
বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মোট ৬২টি কেন্দ্রে নূরুল হক মোল্যা পেয়েছেন ৬৯,২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪১,৮৮৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৭ হাজার ৩৯৪।
সহকারী রিটার্নিং অফিসারের দফতরে স্থাপিত কন্ট্রোল রুমে রাত ১০টা পর্যন্ত ৪১টি কেন্দ্রের ফলাফল প্রদর্শিত হয়। এতে দেখা যায়, নূরুল হক মোল্যা ৪০ হাজার ৭৯৫ এবং রবিন অধিকারী ২৪ হাজার ৩২৮ ভোট পেয়েছেন।
(দ্য রিপোর্ট/একে/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)