মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ‘শিমুলিয়া’ ঘাটের অপর প্রান্তে মাদারীপুর জেলার শিবচরের ‘কাওড়াকান্দি’ ফেরিঘাট আর থাকছে না। এটি শিবচরের কাঁঠালবাড়ির ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ওইদিন থেকে নতুন শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হবে।

এটি চালু হলে দুই পাড়ের দূরুত্ব প্রায় সাত কিলোমিটার কমে যাবে। এতে করে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে শিমুলিয়া ঘাটে কুমিল্লা নামে ‘কে’ টাইপের একটি ফেরি উদ্বোধন করে এসব তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

মন্ত্রী এ সময় বলেন, শীতকালে কুয়াশায় দুর্ভোগে পড়ে এ পথের যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে ইতোমধ্যে দুটি ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

ফেরি উদ্বোধনের আগে এক সুধী সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন নৌ পরিবহনমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এম/এস/জানুয়ারি ১২, ২০১৭)