গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুর উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল (দোয়াত-কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৮৬৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শ্যামল কান্তি বোস পেয়েছেন ৩৮ হাজার ৪৮৯ ভোট।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কাবির মিয়া (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৫৭৭ ভোট।

অপরদিকে, কাশিয়ানীতে আওয়ামী লীগ একক কোনো প্রার্থী না দিলেও এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থক জানেআলম বিরু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ৯৮৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কর্মী সুব্রত ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ১৮৯ ভোট। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ৪৫৪ ভোট।

(দ্য রিপোর্ট/এসবিএম/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)