হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের হাওয়া লেগেছে। ফলে তিন পদেই নতুনমুখ জয়লাভ করেছেন।

চেয়ারম্যান পদে আব্দুল কাদির চৌধুরীকে হটিয়ে আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফিরোজ মিয়াকে হটিয়ে নতুনপ্রার্থী শিহাব উদ্দিন সাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিনকে হটিয়েছেন নাদিরা খানম।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল হাই (আনারস) পেয়েছেন ২৮ হাজার ৮৮২ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ) পেয়েছেন ১৭ হাজার ৪৬২ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৯১৭ ভোট, এলডিপি প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট।

উপজেলায় সর্বমোট ১ লাখ ১২ হাজার ৭৩০ ভোটের মধ্যে ভোট প্রয়োগ হয়েছে ৬৩ হাজার ২৬৮ ভোট। ভোট প্রয়োগের হার ৫৬ ভাগ।

ভাইস চেয়ারম্যান পদে ১৩ হাজার ৭৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন হেফাজত সমর্থিত প্রার্থী শিহাব উদ্দিন সাকিব (উড়োজাহাজ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াকুত মিয়া (মাইক) পেয়েছেন ১১ হাজার ৬৭৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৫১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মরহুম বিএনপি নেতা প্রভাষক ফজলুল হক বাদলের স্ত্রী নাদিরা খানম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিলুফার ইয়াছমিন (হাঁস) পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট।

( দ্য রিপোর্ট/এফসি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)