মানিকগঞ্জ প্রতিনিধি : প্রথম দফা উপজেলা নির্বাচনে মানিকগঞ্জের ৪ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

সিবালয় উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আলী আকবর (কাপ-পিরিচ) ৪১৫৪৯ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী সমর্থিত আব্দুর রহিম খান (দোয়াত-কলম) পেয়েছেন ৩৩৫৫৬ ভোট।

দৌলতপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী তোজাম্মেল হক তোজা (আনারস) পেয়েছেন ৪৫১৪৬ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী-নুরুল ইসলাম রাজা (দোয়াত-কলম) পেয়েছেন ২৯৮৭৪ ভোট।

সিংগাইরে বিএনপি সমর্থিত প্রার্থী আবিদুর রহমান রোমান (আনারস) ৬১৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মুশফিকুর রহমান খান (ঘোড়া) পেয়েছেন ৫৫৯৪৯ ভোট।

এ ছাড়া সাটুরিয়ায় বিএনপি সমর্থিত বশিরউদ্দিন ঠাণ্ডু (মোটরসাইকেল) ৩৩৫৮৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আবদুল মজিদ ফটো (আনারস) পেয়েছেন ৩১২৬৭ ভোট।

(দ্য রিপোর্ট/এনএস/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)