দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের জন্য ছিল রেকর্ডময় একদিন। শুক্রবার (১৩ জানুয়ারি) ওয়েলিংটনের বেসিন রিজার্ভের মাঠে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের হাতধরে এসেছে অনন্য কিছু রেকর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য সাকিবের ক্যারিয়ার সেরা ডাবল সেঞ্চুরি আর মুশফিকের সঙ্গে জুটিবদ্ধ স্মরণীয় রানের রেকর্ড।

আগের দিনের ৫ রান হাতে নিয়ে এদিন একাই ২১৭ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছেন সাকিব। এছাড়া মুশফিকের সঙ্গে জুটিবদ্ধভাবে করেছেন রেকর্ড ৩৫৯ রান। সেই সুবাদে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৫৪২ রান।

দিনটি রেকর্ডময় হওয়ার পিছনে নাকি কাজ করেছে মাঠে ঘোষকের একের পর এক ঘোষণা। যা তাদের অনুপ্রেরণা যুগিয়েছে বলে দিন শেষে সংবাদ সন্মেলনে জানিয়েছেন সাকিব।

সংবাদিকদের সাকিব বলেছেন, ‘মাইকে নানা রেকর্ডের ঘোষণা আসছিল। অত রেকর্ডের কথা জানাও ছিল না। ঘোষণা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আরও সামনে এগোনোর চেষ্টা করেছি।’

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১৩, ২০১৭)