দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ‘শেখ হাসিনার সময়ে আর আন্দোলন করা লাগে না। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হয়।’

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ সতেরো-বিশ গ্রেড সরকারি কর্মচারী পরিষদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

সাহারা খাতুন বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে চাইতে হয় না। চাওয়ার আগেই তিনি দিয়ে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জানেন বাংলাদেশের ৮০ ভাগ লোক গরিব। এদের সমপর্যায়ে আনতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে না। আপনি খাবেন না, আর আমরা খাব, এটা প্রধানমন্ত্রী পছন্দ করেন না।’

উন্নয়নের ধারা রুখতে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র মাথা চাড়া দিচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।’

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেছেন, ‘নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত বাস পুড়িয়ে মানুষ মেরেছিল। আজ তারা বিদেশিদের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে কোমলমতি ছেলেদের জঙ্গি বানাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সেভাবেই গড়েছি।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর যুগ্ম মহাসচিব ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. আব্দুল মান্নান বিশ্বাস।

সম্মেলনে মো. আব্দুল মান্নান বিশ্বাসকে সভাপতি ও মো. মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলমগীর কবির।

(দ্য রিপোর্ট/এমএম/কেআই/জেডটি/এনআই/জানুয়ারি ১৩, ২০১৭)