দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার জাতীয় জাতীয় নাট্যশালা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে তিনটি নাটক। ঢাকার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় স্বপ্নদল মঞ্চস্থ করবে নাটক ‘হরগজ’। সেলিম আল দীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

একই সন্ধ্যায় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে আব্দুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রযোজনা ‘প্রথম পার্থ’। মহাভারতের কাহিনী অবলম্বনে বুদ্ধদেব বসুর কাব্য নাটক ‘প্রথম পার্থ’ নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে(ল্যাব-৩) সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক ‘নিউ রোমিও জুলিয়েট’। নবনাটলিপি ও নির্দেশনা দিয়েছেন- ইউসুফ হাসান অর্ক। পরিবেশন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জানুয়ারি ১৪, ২০১৭)