দ্য রিপোর্ট প্রতিবেদক : নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবস আজ (১৪ জানুয়ারি)। ২০০৮ সালের এদিনে না ফেরার দেশে চলে যান বরেণ্য এই নাট্যকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্যের সমাধিতে সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

এদিন জাবি’র পুরাতন কলাভবন থেকে একটি র‍্যালি বের হয়। এরপর জাবি ক্যাম্পাসের সেলিম আল দীনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাবি উপাচার্য ড. ফারজানা ইয়াসমিন, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, জাবি সাংস্কৃতিক জোট, স্বপ্নদল’সহ বিভিন্ন সংগঠন।

এদিকে নাট্যাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় নাট্যশালায় চার দিনব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। জাবি ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠান করছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী অনুষ্ঠান করছে নাট্যসংগঠন স্বপ্নদল।

(দ্য রিপোর্ট/পিএস/এফএস/জানুয়ারি ১৪, ২০১৭)