ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে ফকরুল ইসলাম হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা বেগম বেসরকারিভাবে রিজয়ী হয়েছেন।

ভোলা জেলার রিটার্নিং অফিসার আবু সাঈদ জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন (আনারস) ৮০ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান টিটো (দোয়াত-কলম) ১০ হাজার ৫০০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ফকরুল ইসলাম হাওলাদার (উড়োজাহাজ) ৬০ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হেলাল উদ্দিন (হাঁস) ২৫ হাজার ৩৩ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মাসুমা বেগম (হাঁস) ৪৪ হাজার ৯২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পারভিন আক্তার দুলালী ২৯ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন।

নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার এক লাখ ৮০ হাজার ৫১৮।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)