বগুড়া প্রতিনিধি : নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ফজলুর রহমান (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ জামায়াতুল মোজাহিদিন’র (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম শনিবার দুপুরে (১৪ জানুয়ারি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় নাটোরের চাঁদপুর গ্রামে জেমবি’র আস্তানা গড়ে তুলে সেখানে বিপুল পরিমাণ বোমা ও গোলাবারুদ মজুদ রাখা হয়েছে। তথ্যানুযায়ী শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, নাটোর ও বগুড়া জেলা পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফজলুর রহমানের বাড়িতে জেএমবি’র আস্তানার সন্ধান পান তারা। গ্রেফতারকৃত ফজলুর রহমান জেএমবির সক্রিয় এক সদস্য। আটক ফজলুর রহমান উপজেলার চাঁদপুর (পাবনাপাড়া) গ্রামের আবু তালেবের ছেলে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ১৪, ২০১৭)