দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতন্ত্র পুনঃরুদ্ধারে আন্দোলনকে আরো বেগমান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রবিবার (১৫ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আর এ গণির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। মিলাদ মাহফিলের আয়োজন করে আর এ গণি স্মৃতি পরিষদ।

নজরুল ইসলাম বলেন, আর এ গণি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে তার আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য সারাজীবন আন্দোলন করে গেছেন আর এ গণি। তিনি নিবেদিত অগ্রসরমান নেতা ছিলেন। তাকে হারিয়ে বিএনপি অনেক বড় শূন্যতা অনুভব করছে। তিনি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন এবং খালেদা জিয়ার অনেক বিশ্বস্ত ছিলেন।

তিনি আরও বলেন, যারা দেশ ও দলের জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করতে নেতাদের প্রতি আহ্বান জানান।

মিলাদ মাহফিলে অংশ নেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আহম্মেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/জানুয়ারি ১৫, ২০১৭)