নীলফামারীর ডিমলা ও সৈয়দপুরে আ’লীগ প্রার্থী জয়ী
![](https://bangla.thereport24.com/article_images/2014/02/20/nilfamari.jpg)
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. তবিবুল ইসলাম (কাপ-পিরিচ) ও জাওয়াদুল হক (আনারস)।
ডিমলা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. তবিবুল ইসলাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াত সমর্থিত মাওলানা আব্দুস সাত্তারকে (হেলিকপ্টার) ৮৪২ ভোটে পরাজিত করেন। তার প্রাপ্তভোট ৩৮০৯৫।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত মাওলানা মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত মোছাম্মাত আয়েশা সিদ্দিকা।
সৈয়দপুর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল গফুর সরকারকে ৬১০৬ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. জাওয়াদুল হক (আনারস)। তার প্রাপ্তভোট ৫২,৪৩৫।
(দ্য রিপোর্ট/এমএএএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)