দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টির (বিএইচবিসিএপি) সভাপতি মিঠুন চৌধুরীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে। বিনা অনুমতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন এবং পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয় বলে জাননিয়েছে পুলিশ।

সংখালঘু নির্যাতন প্রতিরোধের দাবিতে প্রতিবাদ সভা ও কাল পতাকা মিছিল কর্মসূচি পালনের জন্য এদিন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন সংগঠনের নেতা কর্মীরা। পূর্ব অনুমতি না থাকায় শাহবাগ থানা পুলিশ এতে বাধা দেয়।

তারা বাধা না মেনে কর্মসূচি পালন করতে চায় এবং পুলিশকে হুমকি-ধমকি দেয়।   এসময় পুলিশ তাদের মধ্য থেকে ৩ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএম/জেডটি/জানুয়ারি ১৫, ২০১৭)