দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। সভায় দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকগণ আলোচনা করবেন।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হবে।

ওইদিন সকালে কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করা হবে।

এ ছাড়া স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করা হবে।

দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/টিএস/এসকে/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)