নরসিংদী প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নরসিংদীর পলাশে আওয়ামী লীগ সমর্থিত ও বেলাবোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীরা হলেন- পলাশের আওয়ামী লীগের সৈয়দ জাবেদ হোসেন ও বেলাবোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব বিপ্লব।

পলাশে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন পেয়েছেন ৩২,৪৩৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবু বক্কর পেয়েছেন ৩১,২২৬ ভোট।

বেলাবোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব বিপ্লব ৩৮,০৮৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমশের জামান ভূঞা রিটন পেয়েছেন ২৬,৭২৬ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পলাশ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৭ হাজার ১১৯। এখানে ভোটকেন্দ্র রয়েছে মোট ৫০টি। ৫০টি কেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।

এ ছাড়া বেলাবো উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪৮টি। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৭৫৫ জন।

(দ্য রিপোর্ট/এমপিএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)