দ্য রিপোর্ট ডেস্ক : ওয়েলিংটনে মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারটি করার সুযোগ পান। তবে ওই ইনিংসে তিনি ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয ইনিংসে এসে নিজের উইকেট খরা কাটালেন এই তরুণ স্পিনার। ম্যাচে মিরাজের প্রথম শিকারে পরিণত হন জিত রাভাল।

নবম ওভারে কিউইদের উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে ফিরতি ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান জিত রাভাল। স্বাগতিকদের স্কোর তখন ৩২/১। জয়ের জন্য চাই আরও ১৮৫।

ম্যাচে মিরাজের এটাই প্রথম উইকেট। প্রথম ইনিংসে ৩৭ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন তিনি।

টম ল্যাথাম মিরাজের দ্বিতীয় শিকার। টানা দ্বিতীয় ওভারে আঘাত হানেন মিরাজ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন প্রথম ইনিংসে শতক করা টম ল্যাথাম।

১৬ রান করে ল্যাথাম ফেরার সময় কিউই স্কোর ৩৯/২। জয়ের জন্য তাদের চাই আরও ১৭৮ রান।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১৬, ২০১৭)