ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে শফিকুল ইসলাম (৩০) নামে এক ইজতেমা ফেরত মুসল্লির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মেঘনা নদীর পুরাতন রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহিত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা মহল্লার বাসিন্দা।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যোগদান শেষে রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল। ট্রেনটি আশুগঞ্জ রেলসেতু অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার বিকেলে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জেডটি/জানুয়ারি ১৬, ২০১৭)