কোস্টগার্ডকে হারবার পেট্রোল বোট হস্তান্তর
চট্টগ্রাম অফিস : কোস্টগার্ডের জন্য নির্মিত দুটি হারবার পেট্রোল বোট ‘এইচপিবি বুড়িগঙ্গা’ এবং ‘এইচপিবি শীতলক্ষ্যা’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে নারায়নগঞ্জ ডকইয়ার্ডে এ বোট দুটি নির্মাণ করা হয়েছে।
এক অনুষ্ঠানের মাধ্যমে সোমবার (১৬ জানুয়ারি) বোট দুটি কোস্টগার্ডকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
এ ছাড়া অন্যান্যের মধ্যে নারায়নগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর শেখ আরিফ মাহমুদসহ নৌবাহিনী এবং কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডেসটিনি শিপ বিল্ডিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নারায়নগঞ্জের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবনির্মিত এইচপিবি বোট দুটির প্রতিটি ১৮ মিটার দৈর্ঘ্য ও ৫.৫১ মিটার প্রস্থ বিশিষ্ট যা মেরিন গ্রেড এ্যালুমিনিয়াম দ্বারা নির্মাণ করা হয়েছে। প্রতিটি বোট ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।
এ ছাড়াও বোট দুটি আধুনিক ও উন্নতমানের সরঞ্জাম দ্বারা সজ্জিত। যা বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পথে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেইসাথে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিয়মিত টহল প্রদান, চোরাচালান প্রতিরোধসহ সমুদ্র সম্পদের নিরাপত্তা এবং দুর্যোগ পরবর্তী সময়ে বিভিন্ন উদ্ধার কার্য ও ত্রাণ বিতরণে সহায়ক ভূমিকা রাখবে।
(দ্য রিপোর্ট/জেডটি/জানুয়ারি ১৬, ২০১৭)