চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নির্বাচন নিয়ন্ত্রণকক্ষ থেকে জেলা প্রশাসক সরদার সরাফত আলী চেয়ারম্যান পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল কাদের ঘোড়া প্রতীক নিয়ে ২৪,৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৩,৭১৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মজিবুর রহমান চশমা প্রতীক নিয়ে পান ২৪,৬৭৭ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী প্রতিমা রানী হাঁস প্রতীক নিয়ে ২২,৭৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৩টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল ১৩টি। মোট ভোটার ৯২ হাজার ৬৭৭ জন।

(দ্য রিপোর্ট/এআরএন/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)