দ্য রিপোর্ট ডেস্ক : গাম্বিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর আট বছর বয়সী ছেলে কুকুরের কামড়ে মারা গেছে। আট বছর বয়সী হাবিবু বারোকে কুকুর কামড়ানোর পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

বিবিসির খবরে বলা হয়, এ ঘটনার পরও নব-নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো তার ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারছেন না। কারণ তিনি এখন সেনেগালে অবস্থান করছেন এবং নিরাপত্তার কারণে তাকে সেখানেই থাকতে বলা হয়েছে।

বারো নির্বাচনে বিজয়ী হলেও বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইয়া জামেহ সে ফলাফলকে গ্রহণ করছেন না। আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস নব-নির্বাচিত প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেনেগালে অবস্থান করতে বলেছে। সেদিন তার শপথ নেবার কথা রয়েছে।

কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে সে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকে রেখেছেন। এমন অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তার জন্য হাজার-হাজার মানুষ গাম্বিয়া ছেড়ে সেনেগালে যাচ্ছেন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)