কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের কামরুল জয়ী
মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলা নির্বাচনে মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের একক প্রার্থী আ স ম কামরুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ৪৬ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শওকতুল ইসলাম শকু (দোয়াত-কলম) পেয়েছেন ৩৭ হাজার ২২০ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির উপাধ্যক্ষ আব্দুল হান্নান (আনারস)। তিনি পেয়েছেন ২০ হাজার ৩৮২ ভোট, চতুর্থ স্থানে গিয়াসউদ্দিন পেয়েছেন ৮৫৩ ভোট ও পঞ্চম স্থানে জাসদের মো. আলাউদ্দিন পেয়েছেন ৭৬৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে তালামীযে ইসলামিয়ার ফজলুল হক খাঁন সাহেদ (বই) ৩০ হাজার ২৬৯ ভোট নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রাজানুর রহিম ইফতেখার (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪৮ ভোট। তৃতীয় স্থানে আওয়ামী লীগের প্রার্থী অরবিন্দু ঘোষ (তালা) পেয়েছেন ২১ হাজার ২৭০ ভোট, চতুর্থ স্থানে বিএনপির বদরুজ্জামান সজল (মাইক) পেয়েছেন ১৫ হাজার ৩১৭ ভোট, পঞ্চম স্থানে ছাত্রলীগের আহবাব হোসেন রাসেল (টিয়া পাখি) পেয়েছেন ৬ হাজার ৬৬৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাসদ প্রার্থী নেহার বেগম (বল) ৬৭ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তানিয়া আক্তার লিমা (কলস) পেয়েছেন ৩২ হাজার ২৫৫ ভোট।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামসুল ইসলাম নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে দাবি করে দ্য রিপোর্টকে জানান, নির্বাচনে বৈধ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৬৪৫। অবৈধ ভোট পড়েছে ২১৬টি এবং প্রদত্ত ভোট সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৬১।
(দ্য রিপোর্ট/এফএ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)