চট্টগ্রাম বিমানবন্দরে ভারতীয় নাগরিকের কাছে থেকে ভায়াগ্রা উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে যৌন উত্তেজক ঔষধ ভায়াগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ ঔষধ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা ভারতের কলকাতা থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে।
সোমবার রাত ৯টার দিকে বঙ্কিম চন্দ্র ঘোষ নামে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এই ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া বিভিন্ন ধরনের ৪০০ পিস ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৯টার দিকে বঙ্কিম চন্দ্র নামে এক যাত্রী কলকাতা থেকে ভিকিউ ৭২৮ নম্বর ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। বন্দরের গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীর গতিবিধি শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ভায়াগ্রা, ৪০০ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)