ইউক্রেনের সেনাপ্রধান বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। খবর বিবিসির।
প্রেসিডেন্টের ওয়েবসাইটে সেনাপ্রধানের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তা ব্যাখ্যা করা হয়নি। ধারণা করা হচ্ছে, দেশব্যাপী ‘সন্ত্রাসবিরোধী’ কার্যক্রমের আওতায় বুধবার তাকে বরখাস্ত করা হয়েছে।
দেশটিতে তিন মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সম্প্রতি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বুধবার রাজধানী কিয়েভে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
এ ঘটনার পরপরই দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্লাদিমির জামানাকে বরখাস্ত করা হলো। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল যুরি ইলিনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের পরিবর্তে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করায় দেশটির জনগণ এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে। এরপর থেকেই সরকারের পদত্যাগ দাবিতে একটানা বিক্ষোভ চলছে।
(দ্য রিপোর্ট/এসকে/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)