দ্য রিপোর্ট প্রতিবেদক : সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৪০০ কোটি টাকার ৬ বছর মেয়াদী মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৯৫তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

 

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

বিএসইসির অনুমোদন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি কিনতে পারবেন। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। মুনাফার হার সাড়ে ১২ শতাংশ।

সোস্যাল ইসলামী ব্যাংক বন্ড ছেড়ে সংগ্রহ করা টাকা দিয়ে টায়ার-২ সাপ্লিমেন্টারির শর্ত পূরণ করবে। বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে আছে ব্যানকো ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)