নাটোর প্রতিনিধি : প্রথম দফায় অনুষ্ঠিত চলনবিল অধ্যুষিত নাটোর জেলার একমাত্র উপজেলা সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত তিন প্রার্থী বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার সালমা খাতুনের অফিসের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ১১৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (আনারস) ৯০ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক (মোটরসাইকেল) পান ৫৭ হাজার ১৮৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শামিম হোসেন (চশমা) ৭৩ হাজার ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (টিউবওয়েল) ৭২ হাজার ৬৩৫ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আনজুমান আরা হোসনে (প্রজাপতি) ৮৯ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মানসী ভট্টাচার্য ৭৪ হাজার ৩৫৪ ভোট পান।

(দ্য রিপোর্ট/এসআই/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)