নরসিংদীতে বাস ও মাইক্রো মুখোমুখি, স্বামী-স্ত্রীসহ নিহত ৪

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুরে বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাসনাত ফারুক দ্য রিপোর্টকে জানান, শাহীন তার স্ত্রী লিজা এবং দুই বন্ধু পিয়াস ও রায়হানকে সঙ্গে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী।
মাইক্রোবাসটি নারায়ণপুর এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।
বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এসআই হাসনাত ফারুক।
(দ্য রিপোর্ট/এমপিএম/ইইউ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)