সিলেটে চেয়ারম্যান পদে
৩টিতে বিএনপি, ২টিতে জামায়াত ও ১টিতে আ’লীগ জয়ী
সিলেট অফিস : উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেটের ৬টির মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী তিনটিতে, জামায়াত দুটিতে ও আওয়ামী লীগ একটিতে বেসরকারিভাবে জয়ী হয়েছে।
জকিগঞ্জে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ। তিনি ৭৬টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লোকমান উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৩ হাজার ২৭২ ভোট।
গোয়াইনঘাট উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল হাকিম চৌধুরী উপজেলার ৫০টি ভোটকেন্দ্রে ৪৩ হাজার ৮০৯ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লুৎফুর রহমান লেবু ৩৩ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আবদুল বাছির ২৫ হাজার ৪৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ১৯ হাজার ৬০০ ভোট পেয়েছেন।
জৈন্তাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদকে ৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে হারিয়ে আবারও নির্বাচিত হয়েছেন ১৯ দল সমর্থিত প্রার্থী ও জামায়াত নেতা জয়নাল আবেদীন। তিনি ২২ হাজার ৫৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ পেয়েছেন ১৯ হাজার ৯৮ ভোট।
বিশ্বনাথে বিএনপি সমর্থিত প্রার্থী সুহেল আহমদ চৌধুরী ৩২ হাজার ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত ফিরোজ খান পঙ্কি ২৬ হাজার ৩০১ ভোট পেয়েছেন।
গোলাপগঞ্জে জামায়াতের হাফিজ নাজমুল ইসলাম ২৪ হাজার ৩৬৯ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২৩ হাজার ৬০২ ভোট পেয়েছেন।
(দ্য রিপোর্ট/এমজেসি/ইইউ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)