দ্য রিপোর্ট প্রতিবেদক : পল্লীকবি জসীম উদ্দিনের অমর সৃষ্টি ‘বেদের মেয়ে’ অবলম্বনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লিখেছিলেন নাটক ‘চম্পাবতী’। এবার এটি মঞ্চে আনছে নাটকের দল প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা। নির্দেশনা দিচ্ছেন রন্তিক বিপু।

জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ৩১তম ব্যাচের সনদ প্রদান ও সমাপনী প্রযোজনা মঞ্চায়ন অনুষ্ঠান হবে।

সনদপত্র প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক। সনদ প্রদান শেষে তাদের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হবে ‘চম্পাবতী’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- নোভাইরা রহমান, তৃপ্তি রানী মন্ডল, মো. সাইফুল ইসলাম মন্ডল, আলী উম্মুল ফারিয়া, মেহেদী হাসান রাজু, রিফাত খান অনিক, অনন্যা গোস্বামী, আফরোজা ইয়াসমীন, নাফিসা ফেরদৌস, মৌসুমি আক্তার, জোহরা ফেরদৌস, শাহানা আক্তার, অমিতাভ রায়, রাজীব চন্দ্র, অরুপ ভৌমিক, রফিকুল ইসলাম, মো. সৈকত আহমেদ, শফি কালাম, নাইমুল আলম, আবু সালেহ অর্ণ্, শেখ সজিব ইসলাম, সজীব চন্দ্র সরকার, রিসাত, ইমরান হোসেন, প্রসেনজিৎ প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/কেএনইউ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)