দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে আব্দুল আজিজ (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজিজ নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাছির উদ্দিনের ছেলে। সে তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনিতে থাকতো। ঐ এলাকায় ওয়ার্কশপের কাজ করতো সে।

নিহতের বন্ধু রনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তেজকুনিপাড়ার খেলাঘর মাঠের সামনে ঐ এলাকার কিছু বড় ভাই সায়মন, মনির, জুয়েলদের সাথে আজিজসহ তার বন্ধু রনি, জসিম ও সুমনের দুই দফায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সায়মন ধারালো অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করে। এ সময় সায়মনও হাতে আঘাত পেয়ে আহত হয়। পরে আজিজকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে জানান, মনির, জুয়েল, রনি, জসিম ও সুমনের কথায় অসঙ্গতি থাকায় তাদেরকে আটক করা হয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)