চট্টগ্রাম বিমানবন্দরে ১৪ নারী-পুরুষ আটক
চট্টগ্রাম অফিস : ওমরা হজযাত্রী সেজে সৌদি আরবে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ নারী-পুরুষকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয় বলে জানান বিমান বন্দর কর্তৃপক্ষ।
আটকদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ। সবাইকে বিমানবন্দর নিরাপত্তা বিভাগে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি মো. শাহরিয়ার আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ওমরাভিসা নিয়ে সৌদি আরবে যাচ্ছিল। নিয়ম মোতাবেক তাদের একজন নিকটাত্মীয় (স্বামী বা ভাই) সঙ্গে যেতে পারবে। কিন্তু এ ৭ জন নারীর সাথে যে ৭ জন পুরুষ যাচ্ছিল তারা কেউ এসব নারীদের আত্মীয় নয়। এ বিষয়ে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি ধরা পড়ে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা ধারণা করছি তারা সবাই পাচারকারী দালালচক্রের সদস্য।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জানুয়ারি ১৮, ২০১৭)