পাবনা প্রতিনিধি : জেলার সুজানগর উপজেলা নির্বাচনে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে উপজেলা বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে মাঠে নেই হারতাল আহ্বানকারীরা।

সকাল ৬টা থেকে উপজেলা সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকলেও ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও করিমন চলতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলছে ও সড়কে যান চলাচল বাড়ছে।

হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য রিপোর্টকে জানিয়েছেন।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

হরতালের ব্যাপারে নির্বাচন বর্জনকারী চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থী আবুল কাশেম হরতাল প্রসঙ্গে দ্য রিপোর্টকে বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। সুজানগরের মানুষ কখনই হরতাল পালন করে না। জীবনযাত্রা সব স্বাভাবিকভাবে চলছে। হরতালের কোনো প্রভাব নেই।’

(দ্য রিপোর্ট/এমএসআর/ইইউ/কেএন/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)