যুক্তরাষ্ট্রে জুতা বোমা সতর্কতা জারি
দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন সরকার এয়ারলাইন্সগুলোতে জুতা বোমা সতর্কতা জারি করেছে। জুতাতে করে বিস্ফোরকদ্রব্য পাচারের চেষ্টা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা কোনো নির্দিষ্ট হুমকি কিংবা পরিকল্পনার কথা জানতে পারেনি। তবে বিদেশ থেকে আসা মার্কিন ফ্লাইটগুলোকে বেশি গুরত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ২০০১ সালে ব্রিটিশ নাগরিক রিচার্ড রেইড জুতায় লুকিয়ে রাখা বোমার সাহায্যে প্যারিস থেকে মিয়ামিগামী একটি বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র বিমানে বিস্ফোরক বহনের সতর্কতা জারি করল।
এর আগে চলতি মাসের ৬ তারিখে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে বোমা হামলা চালানোর লক্ষ্যে বিমানে ‘টুথপেস্ট’ টিউবে লুকিয়ে বিস্ফোরক বহন করা হতে পারে বলে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের হোম সিকিউরিটি বিভাগ। (সূত্র : বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)