দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড সফরটা মোটেও সুখকর হলো না বাংলাদেশের জন্য। একে তো ওয়ানডে ও টি২০ দুটি সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে দল। এরপর বাংলাদেশ শিবিরে চলছে ইনজুরির প্রকোপ। টেস্ট অধিনায়ক মুশিফিকুর রহিমর ও ওপেনার ইমরুল কায়েস চোট পেয়ে ছিটকে পড়েছেন দ্বিতীয় টেস্ট থেকে। এবার একই পথ ধরলেন মুমিনুল হকও।

পাঁজরের আঘাতের ফলে ক্রাইস্টচার্চে টেস্ট থেকে ছিটকে পড়েছেন মুমিনুল। ওয়েলিংটনে টেস্টের সময়ই পাঁজরে আঘাত পান এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানান, মুমিনুলের পাঁজরের এক্সরে-তে তেমন গুরুতর কিছু পওয়া যায়নি। তবে অনুশীলনের সময় তার নড়াচড়ায় সমস্যা অনুভূত হচ্ছে। ফলে ক্রাইস্টচার্চ টেস্টে খেলার জন্য সে ফিট নয়।

এছাড়া বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও মুমিনুলের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। মুশফিক-ইমরুল-মুমিনুল ছিটকে পড়ায় বাংলাদেশ দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান এবং নাজমুল হোসেন।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১৯, ২০১৭)